ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে আগুন: কারণ অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
ঢামেকে আগুন: কারণ অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে কিডনি ডায়ালাইসিস ইউনিটে আগুনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের জন্য এই কমিটি করা হয়েছে।

তাদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে উপ-পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা‌. মো. খালেকুজ্জামানকে। বাকি দুজন হলেন সহকারী পরিচালক (প্রশাসন) ডা‌. আশরাফুন নাহার ও ঢামেকের গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয়‌ প্রকৌশলী মো. শামসুল আরেফিন।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।