ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শ্যামনগরে ২ দিনে ২৬ শিশু ডায়রিয়ায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
শ্যামনগরে ২ দিনে ২৬ শিশু ডায়রিয়ায় আক্রান্ত শ্যামনগরে ২ দিনে ২৬ শিশু ডায়রিয়ায় আক্রান্ত

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে গত দুইদিনে ২৬ শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ঠাণ্ডাজনিত সমস্যা থেকে তারা ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

একই সময়ে আরও অন্তত ৮ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, রোববার (২৫ ডিসেম্বর) ও সোমবার (২৬ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন প্রান্তের ৬০ জনেরও বেশি শিশু ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়। এ সময়ের মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত ৩৪ জন শিশুকে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র আরও জানায়, ভর্তি শিশুদের অধিকাংশের বয়স ৫ মাস থেকে ৪ বছরের মধ্যে। শীতের প্রকোপ বৃদ্ধির ফলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি ও বহির্বিভাগে শিশু রোগীর চাপ বেড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিলন সোহেলী আফরোজ বলেন, ঠাণ্ডাজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ভর্তি শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা,ডিসেম্বর ২৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।