ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফ্রান্স

প্যারিস মহানগর ছাত্রলীগের আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
প্যারিস মহানগর ছাত্রলীগের আলোচনা সভা প্যারিস মহানগর ছাত্রলীগের আলোচনা সভা। ছবি: বাংলানিউজ

ফ্রান্স: প্যারিসে মহানগর ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার (৩০ জুলাই) রাত ৯টায়
প্যারিসের গার্দু নর্দের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান সেলিম আল দ্বীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফ্রান্স ছাত্রলীগের সভাপতি এম আশরাফুর রহমান আশরাফ ও প্রধান বক্তা ফ্রান্স ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি।

সভা পরিচালনায় করেন প্রস্তুতি কমিটির সদস্য সোহাগ সারোয়ার ও মোহাম্মদ ফরহাদ আলী।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন এরশাদ আহমেদ।

সভায় সম্মেলনের কর্মসূচি ঘোষণা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এমদাদুর রহমান বুলবুল।

সভায় বক্তব্য রাখেন- ফ্রান্স ছাত্রলীগের সহ-সভাপতি বেলাল আহমদ, আমিনুল ইসলাম জুয়েল, মোহাম্মদ হোসেন মুন্না, সালমান আকবর, মিলাদ মজুমদার, মিতুল খান, শাহনেওয়াজ বাবলু, ফ্রান্স ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাছুম শেখ, পরিবেশ বিষয়ক সম্পাদক ফয়ছল আহমদ, সহ সম্পাদক নুরুজ্জামান, প্যারিস মহানগর ছাত্রলীগ নেতা আছাদ আহমেদ, মো. আলী হোসেন, আব্দুল জিহাদ, রুহুল আমিন, শাহ রাসেল আহমেদ।

এছাড়া উপস্থিত ছিলেন প্যারিস মহানগর ছাত্রলীগ নেতা সাজ্জাদুর রহমান, দুলাল আহমেদ, সুবেল আহমেদ, ইমরান আহমেদ, হযরত আলী, জিবলু আহমেদ, কামরুল আমিন রাজু, খালিদ আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।