ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ফ্রান্স

ফ্রান্সে কানাইঘাট প্রবাসী কল্যাণ সমিতির ঈদ পুণর্মিলনী

দেলওয়ার হোসেন সেলিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
ফ্রান্সে কানাইঘাট প্রবাসী কল্যাণ সমিতির ঈদ পুণর্মিলনী

প্যারিস (ফ্রান্স) থেকে: প্রবাসে কর্মব্যস্ততার কারণে ঈদের দিন একসঙ্গে জড়ো হয়ে আনন্দ আড্ডা না দিতে পারলেও সপ্তাহের ছুটির দিন ১১ অক্টোবর (রোববার) ফ্রান্সে কানাইঘাট প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুণর্মিলনী। এছাড়া ছিল আলোচনা সভা ও প্রীতিভোজ।



প্যারিসের গারে দু নর্দের রয়্যাল ক্যাফেতে আয়োজিত অনুষ্ঠানে শত ব্যস্ততা ও বহু প্রতিকূলতার মাঝেও বিপুল সংখ্যক প্রবাসীর সমাগম ঘটে। ফ্রান্সের বিভিন্ন এলাকায় বসবাসরত সিলেটের কানাইঘাট উপজেলাবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঐক্যের মিলনমেলায় পরিণত হয়। বহু সংখ্যক প্রবাসীর উপস্থিতির কারণে অনেকদিনের চেনা পরিচিতদের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শামীম উদ্দিন ফারুক। সাবেক যুগ্ম সেক্রেটারি আলকাছ উদ্দিন বুলবুলের পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা সিরাজ উদ্দিন, উপদেষ্টা মঈন খান, আব্দুল মুক্তাদির আম্বিয়া, হারিছ উদ্দিন, সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম, মহিউদ্দিন সুহেল, সইফ উল্লাহ, নুরুল ইসলাম চৌধুরী শাহীন, আব্দুল হালিম, হাফিজ মঈন উদ্দিন, জিয়াউর রহমান, আবু সাঈদ, বিপুল দাস বেবুল , কুতুব উদ্দিন, ইব্রাহিম আলী, শরফ উদ্দিন, সুয়েব আহমদ, সালাউদ্দিন পারভেজ, মিনহাজ উদ্দিন, কামাল উদ্দিন মিলন, রাশিদুজ্জামান, সুহাদ হাসান, কামরুল, কিবরিয়া রহমান, মহি উদ্দিন কাওসার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নজরুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন দিদারুল আলম দিদার, রশীদ খান, আনোয়ার হোসেন, মতিউল বারী চৌধুরী, লুৎফুর রহমান, ফারুক খান, শামীম চৌধুরী, মাসুক আহমদ, ফারুক আহমদ, রুহুল আম্বিয়া, কবির উদ্দিন, মুজিবুর রহমান, জামাল উদ্দিন, আক্তার হোসেন, আছাদুজ্জামান দুদু, বাবুল হোসেন, নুরুল ইসলাম, রহিম উদ্দিন, ডালিম আহমদ, আলিম উদ্দিন, ফয়সল আহমদ, আব্দুর রহমান, জাকির হোসেন, ইকবাল আহমদ, শিমুল দাস, রশিদুজ্জামান, আম্বিয়া আহমদ, প্রজল কান্তি দাস, সোহেল আহমদ, শাহাব, এনাম আহমদ, আফজল চৌধুরী, মাবরুক উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে সর্ব সম্মতিক্রমে ২০১০ সালে প্রতিষ্ঠিত ফ্রান্স সরকার অনুমোদিত এ সমিতির সব কার্যক্রম গতিশীল করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আমন্ত্রিত উপদেষ্টারা সমিতির সব সদস্যদের জন্মভূমি কানাইঘাটের ঐতিহ্য, একতা ও সম্প্রীতি বজায় রাখাসহ সংশ্লিষ্ট দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহবান জানান।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।