ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ফ্রান্স

প্যারিসে বৌদ্ধ বিহারের উদ্বোধন

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
প্যারিসে বৌদ্ধ বিহারের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্যারিস (ফ্রান্স) থেকে: ফ্রান্সের রাজধানী প্যারিসে কুশলায়ন ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট সেন্টার নামে একটি বৌদ্ধ বিহারের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সেন্ট ডেনিসের রুই দো লা ভিয়েইলে বৌদ্ধ বিহারটির উদ্বোধন করা হয়।



এ সময় নতুন বিহার, প্রব্রজ্যা গ্রহণ, বর্ষাবার্ষিক চীবর দান ও আষাঢ়ী পূর্ণিমা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফ্রান্সের ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট সেন্টারের পরিচালক ভেনারেবল চান্দারাত্না নায়াকার সভাপতিত্বে এবং বিহারাধ্যক্ষ জ্যোতিসার ভিক্ষুর পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে আনান্দা নায়াকা থেরো।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনারেবল রাহুলা খেরো, অনমদস্বী খেরো, ভেনারেবল জিনানন্দ খেরো প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য মহামানব বুদ্ধের শিক্ষা গ্রহণ করে তা মনে প্রাণে অনুশীলন করতে হবে।

পরে বিহারাধ্যক্ষ জ্যোতিসার ভিক্ষু এই বৌদ্ধ বিহার প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য শ্রীমতি চম্পা বড়ুয়া, জিনপদ বড়ুয়া, টুটুল বড়ুয়া, সোমা বড়ুয়া ও আকাশ বড়ুয়াকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের শেষে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ত্রিপিটক থেকে পাঠ করা হয় এবং প্রদীপ জ্বালানো হয়।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।