ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফ্রান্স

প্যারিসে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৪
প্যারিসে পবিত্র ঈদুল আজহা  উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্যারিস: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে পবিত্র ঈদুল আজহা  উদযাপিত  হয়েছে। শনিবার  সকাল সাড়ে ৮টা থেকে
বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্যারিস নগরীর বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

হাজারো মুসল্লি মসজিদগুলোতে ঈদের নামাজ আদায় করেন।

ওভারভিলা বাংলাদেশ জামে মসজিদে ৫টি  ঈদের জামাতে ইমামতি করেন যথাক্রমে ইমাম মাওলানা আব্দুস শহীদ ,মৌলানা নুরুল ইসলাম , হাফিজ ওয়াহিদুর
রহমান ,হাফিজ আবদাল ও হাফিজ জাহাঙ্গীর হোসেন। এর আগে ঈদের তাৎপর্য্য  তুলে ধরে বয়ান করেন পেশ ইমামগণ।

ওভার ভিলা মসজিদে ঈদের নামাজ আদায় করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুল ইসলাম।

এদিকে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়  থেকে সাড়ে ১০ টা পর্যন্ত। ৩ টি জামাতে
অনুষ্ঠিত নামাজে ইমামতি করবেন শায়েখ রেদওয়ান রেজহার ,আহমদুল ইসলাম ও বেলাল আহমদ, নামাজের আগে ঈদের তাৎপর্য্য তুলে ধরে বয়ান পেশ করেন ইমামগণ।

এ দিকে মেট্রো হুশের জিমনেশিয়ামে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ঈদের খুতবা ও নামাজে ইমামতি করেন মাওলানা
বদরুল ইসলাম। ঈদের জামাতগুলোতে বাংলাদেশ ও মুসলিম উম্মাহর জন্যে বিশেষ দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।