ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সেরা খেললেই বিশ্বকাপ জিতবে, এমন না: আর্জেন্টিনা কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
সেরা খেললেই বিশ্বকাপ জিতবে, এমন না: আর্জেন্টিনা কোচ

দলকে একটু একটু করে গড়ে তুলেছেন। চারদিকে সমালোচনা হয়েছে, চুপচাপ কেবল নিজের কাজটিই করে গেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

সবাইকে তার ভালোই চেনা। হেড কোচ হিসেবে নিজের প্রথম বিশ্বকাপে যাচ্ছেন, তবুও জানেন ট্রফি জয়ের পথ।

বিশ্বকাপ শুরু হয়েছে রোববার (২০ নভেম্বর)। নিজেদের প্রথম ম্যাচ আর্জেন্টিনা মঙ্গলবার (২২ নভেম্বর) খেলতে নামবে সৌদি আরবের বিপক্ষে। এর আগে সংবাদ সম্মেলনে এসে আলবিসেলেস্তে কোচ মনে করিয়ে দিলেন, ফেভারিট হলেই বিশ্বকাপ জেতা যায় না।

তিনি বলেছেন, ‘এমনকি ২০১৪ সালেও আমরা ফাইনাল খেলেছি। আর্জেন্টিনা হয়তো আরেকটু ভালো করতে পারতো। বাকি সবকিছু হচ্ছে বিস্তারিত ব্যাপার। এটাই দলগুলোকে চ্যাম্পিয়ন করবে। সেরা খেললেই বিশ্বকাপ জিতবে, এমন না। ’

‘সবচেয়ে বড় ফেভারিট দল বিশ্বকাপ জেতে না। আমার মনে হয় অনেক বড় দেশ আছে, দারুণ দল; অন্তত আটটি তো হবেই যারা বিশ্বকাপ জিততে পারে। বেশির ভাগই ইউরোপের, গত আসরেও তারাই জিতেছে। ’

চার বছর ধরে দলকে গড়ে তুলেছেন, এর মধ্যে একাদশ খুব একটা বদলাননি। স্কালোনির জন্য অবশ্য চিন্তার জায়গা জিওভান্নি লো সেলসোর ইনজুরি। তবে তিনি না থাকলেও খেলার ধরনে খুব একটা বদল আসবে না বলেই জানালেন স্কালোনি।

তিনি বলেছেন, ‘দল ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে। আমি আজকে বলেছি ফুটবলারদের। আমরা এটা বদলাবো না আর সিস্টেমও। আপনারা কালকে দেখবেন একাদশ; খুব বড় বদল আসবে না। ’

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।