ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ জিততে সবকিছু করবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
বিশ্বকাপ জিততে সবকিছু করবে ব্রাজিল

সবচেয়ে বেশি পাঁচবারের চ্যাম্পিয়ন। ব্রাজিল কখনো ছিটকে যায়নি বিশ্বকাপ থেকেও।

এই টুর্নামেন্ট এলেই যেন নিজেদের আলাদা করে খুঁজে পায় সেলেসাওরা। আরও একটি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। এবারও অন্যতম ফেভারিট হিসেবেই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে তারা।  

সেখানে যে নিজেদের সবকিছু উজার করে দেবেন ফুটবলাররা, এটাও জানিয়ে দিয়েছেন রিচার্লিসন। ২০১৮ সালের অভিষেকের পর ৩৮ ম্যাচ খেলে ১৭ গোল করেছেন তিনি। ২৫ বছর বয়সী তারকা জানালেন, বিশ্বকাপে তাদের ইতিহাস আছে বিশাল।

ইউরো স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘যদি আমরা বিশ্বকাপ জিতি? আমি জানি না কিন্তু আমরা সবকিছু করবো বিশ্বকাপ জিততে। নীরবে কাজ করে যাওয়া আমি পছন্দ করি, নিজেদের কাজটা করবো আর সেরাটা দেবো প্রতিদিন। এর মধ্যেই প্রফেসর তিতে আমাদের দারুণ বিশ্বকাপের জন্য প্রস্তুত করবেন। ’

‘আমাদের অনেক ইতিহাস আছে। কখনো বিশ্বকাপের বাইরে থাকিনি আর আমরা মর্যাদার এক জার্সি গায়ে দিয়ে বিশ্বকাপে যাবো। অবশ্যই আমাদের জন্য ভালো কিছু আনতে। ’

বিশ্বকাপের ফেভারিটের ব্যাপারে রিচার্লিসন বলেছেন, ‘এখানে অনেক দলই আছে। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, উদাহরণ হিসেবে বেলজিয়াম আছে, আর্জেন্টিনার ভালো একটা স্কোয়াড আছে; কোপা আমেরিকাও জিতেছে। ’

মঙ্গলবার সার্ভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

বাংলাদেশ সময় : ২১১৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।