ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ

আজ থেকে শুরু হচ্ছে সাফ ‘অনূর্ধ্ব-১৫’ নারী চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ।

তাদের প্রতিপক্ষ ভুটান। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে চারটায়। বাংলাদেশ-ভুটান ছাড়াও এবারের আসরে অংশ নিচ্ছে নেপাল।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। তাদের নিয়ে আমি আশাবাদী। দুই দলের বিপক্ষে আমরা চারটি ম্যাচ খেলবো। প্রথম ম্যাচ থেকেই আমরা জয়ে জন্য খেলবো। ’

২০১৭ সালে বয়সভিত্তিক নারী সাফের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ দল। সেই দলের অধিকাংশ মেয়েরাই এখন খেলছে জাতীয় নারী ফুটবল দলে। বয়সভিত্তিক সাফের এই দলটা থেকে ভবিষ্যতে জাতীয় দলের খেলোয়াড় বের করাই ছোটনের মূল লক্ষ্য। তিনি বলেন, ‘আমাদের প্রথম উদ্দেশ্য সাবিনা খাতুন, কৃষ্ণা রানী ও সানাজিদা খাতুনদের উত্তরসূরি বের করা। যেহেতু ঘরের মাঠে টুর্নামেন্টেটি হচ্ছে। তাই শিরোপা জয়ের চেষ্টা করব আমরা। তবে এটা দ্বিতীয় লক্ষ্য। ’

এদিকে আসরের তৃতীয় দল নেপাল। ভারত না থাকায় এই টুর্নামেন্টে সবাই সমান বলে মনে করেন নেপালের কোচ ভাগ্যতী রানা মাগার। তিনি বলেন, ‘আমরা অবশ্যই প্রত্যেকটা ম্যাচ জয়ের জন্য চেষ্টা করব। শিরোপা নিয়ে ফিরতে চাই। ভারত নেই। তবে তিন দলই সমান যোগ্যতা সম্পন্ন। ’

তবে একটু ভিন্ন চিন্তা ভুটানের কোচ ইয়াংচেনের। তিনি বলেন, ‘আমাদের মেয়েরা এই প্রথম দেশের বাইরে খেলবে। এই আসর দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক হবে দলটার। সবাই এই ম্যাচগুলো নিয়ে মুখিয়ে আছে। ’

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।