ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাফজয়ী মাছুরাকে বাড়ি করে দেওয়ার আশ্বাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
সাফজয়ী মাছুরাকে বাড়ি করে দেওয়ার আশ্বাস

সাতক্ষীরা: সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের ডিফেন্ডার মাছুরা পারভীনকে তার নিজ জন্মস্থান সাতক্ষীরার কলারোয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) কলারোয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফিরোজ আহমেদ স্বপন প্রমুখ।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, কলারোয়া উপজেলার আলাইপুরের দরিদ্র পরিবার থেকে বেড়ে ওঠা মাছুরা পারভীনের বাবার নিজস্ব জমি বা ঘর নেই। যেহেতু মাছুরা পারভীন আলাইপুর গ্রামের ভোটার, এজন্য সে যাতে তার বাবা-মাকে নিয়ে নিজের স্থায়ী ঠিকানায় বসবাস করতে পারে, সেজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টায় এখানে একটি বসতঘর নির্মাণ করে দেওয়া হবে।

অনুষ্ঠানে মাছুরা পারভীনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও নগদ ৫০ হাজার টাকা উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।