ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কোরিয়ান কোচ আনতে চান সালাউদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
কোরিয়ান কোচ আনতে চান সালাউদ্দিন

সাফ জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ নারী ফুটবল দল। শিরোপা জয়ের পরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন বলেছিলেন এবার পরের ধাপে উঠতে হবে।

বিশ্বকাপকে লক্ষ্য বানিয়ে নিজেদের তৈরি করতে হবে।  

সেই লক্ষ্য পূরণে কোনো ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছিলেন বাফুফে সভাপতি। আরও বেশি পরিশ্রম করতে হবে মেয়েদের। এছাড়া ফুটবলে উন্নতির জন্য যা যা করা প্রয়োজন সম্ভাব্য সব কিছুই করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন। এবার নারী ফুটবলারদের জন্য কোরিয়ান কোচ আনার কথা জানিয়েছেন সালাহউদ্দীন।

সম্প্রতি সাফ জয়ী ফুটবল দলকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসছিলেন কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন। সাফ জয়ী ফুটবলারদে শুভেচ্ছা জানানোর সময় কোরিয়ার সঙ্গে বাংলাদেশের ম্যাচ আয়োজনের ইঙ্গিত দিয়েছেন লি জ্যাং। এছাড়া বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য কোরিয়ার কোচ আনার কথা জানিয়েছেন সালাউদ্দীন।  

তিনি বলেন, ‘কোরিয়ার মেয়েরা বিশ্বের সেরা দলের একটি। পরবর্তী ধাপে আমরা চেষ্টা করব কোরিয়া থেকে কয়েকজন কোচ আনার, তাদের কাছ থেকে আইডিয়া নেওয়ার। হয়তো আমরা সেখানে আমাদের মেয়েদের পাঠিয়ে কয়েকটা ম্যাচ খেলাবো, যেন তারা শিখতে পারে। ’

লি জ্যাং বলেন, ‘বাফুফেতে আসতে পেরে আমি বেশ খুশি। সময়টাও দারুণ, বাংলাদেশের মেয়েরা দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জয় পেয়েছে। আমি অন্তর থেকে বাংলাদেশকে অভিনন্দন জানাতে চাই। দ্বিতীয়ত, আমরা চাই খেলাধুলার মাধ্যমে দুই দেশকে সংযুক্ত করতে। এই বিষয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই। ’

তিনি আরও বলেন, ‘ফুটবল বিষয়ে বিশেষ করে নারী ফুটবলের ব্যাপারে দুই দেশ আন্তরিকভাবে কাজ করতে চাই। আমরা চাই একে অপরকে জানতে। আগামী বছর বাংলাদেশ-কোরিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি পালন করবে। খেলাধুলার দিক দুই দেশের ভেতর অনেক ইভেন্ট হবে। আমি কাজীর সঙ্গে কথা বলেছি যে আমরা কীভাবে এই পূর্তি উপলক্ষে সম্পর্কটাকে সুসংহত করতে পারি। ’

উল্লেখ্য, কোরিয়ান মেয়েরা এই পর্যন্ত চারবার বিশ্বকাপ খেলেছে। এশিয়ান কাপের বর্তমান রানার্সআপও তারা।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।