ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘যুক্তরাষ্ট্র থেকে সাফজয়ী মেয়েদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী’

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
‘যুক্তরাষ্ট্র থেকে সাফজয়ী মেয়েদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী’

ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বর্ণাঢ্য আয়োজনে সাবিনা-সানজিদাদের বরণ করে নেওয়া হয়েছে।

ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করেছে চ্যাম্পিয়ন মেয়েরা। তাদের সাফল্য উদযাপন করছে পুরো দেশ। এমনকি সুদূর যুক্তরাষ্ট্র থেকে তাদের খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

সাফজয়ী মেয়েদের বরণ করে নেওয়ার পর আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাবিনাদের সঙ্গে শোভাযাত্রায় অংশ নেওয়ার পর সেই সংবাদ সম্মেলনে উপস্থিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। সেখানে তিনি জানান, যুক্তরাষ্ট্রে ব্যস্ত সফরের মাঝেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কয়েকবার মেসেজ দিয়ে মেয়েদের ব্যাপারে খোঁজ নিয়েছেন। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যখন বিমানবন্দর থেকে রওনা হই তখন আমেরিকায় ভোর। সেই সময় প্রধানমন্ত্রী আমাকে মেসেজ দিয়েছেন। মেয়েদের খোঁজ-খবর নিয়েছেন। ’

এদিকে ফুটবলের উন্নয়নের জন্য বাফুফে যে ডিপিপি জমা দিয়েছে তা দ্রুতই বাস্তবায়ন হওয়ার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে ৪৫০ কোটি টাকার একটি প্রকল্প দিয়েছে। তিনি বলেন, ‘আমরা এই প্রকল্প নিয়ে কাজ করছি। ইতোমধ্যে কয়েকটি সভা হয়েছে। আমরা চারটি জেলা বাছাই করেছি একাডেমির জন্য। সেই হিসেবে কাজ চলছে। এই প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয় যাবে। নারী দলের এই সাফল্যের পর অবশ্যই বাড়তি মনোযোগ পাবে। ’ 

সাফজয়ী মেয়েদের বরণ করতে প্রতিমন্ত্রী নিজে ছাদ খোলা বাসের ব্যবস্থা করেছেন। আজকের দিনটিকে জীবদ্দশায় অন্যতম স্মরণীয় দিন হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘মানুষের এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর আগে আমি কখনো দেখিনি। সবাই নারী দলকে অভ্যর্থনা জানাতে পেরে খুশি হয়েছে। ’

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।