ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্বপ্নের ফাইনালে খেলবেন যারা, আছেন স্বপ্নাও

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
স্বপ্নের ফাইনালে খেলবেন যারা, আছেন স্বপ্নাও

৯৪ সেকেন্ডে চোখ ধাঁধানো শটে ভুটানের জাল কাঁপান। পুরো দলকে উচ্ছ্বাসে ভাসান সিরাত জাহান স্বপ্না।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নারী সাফের সেমিফাইনালে ভুটানের বিপক্ষে একটু পরই কাঁদতে কাঁদতে মাঠ থেকে বের হন বাংলাদেশের এ ফরোয়ার্ড।  

ম্যাচের দ্বাদশ মিনিটে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাজে ট্যাকলে পড়ে যান স্বপ্না। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠের বাইরে চলে যান এবারের আসরে চার গোল করা স্বপ্না। মাংসপেশির চোটটা এতটাই গুরুতর ছিল যে, চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। হয়তো ভেবেছেন সাফের ফাইনাল খেলাই বুঝি শেষ হয়ে গেল। তবে চোট কাটিয়ে দলে ফিরেছেন স্বপ্না। স্বপ্নের ফাইনালের একদশে মাঠে নামছেন তিনি।

বাংলাদেশ নারী ফুটবল দল আর ইতিহাসের মাঝে ব্যাবধান শুধু একটি জয়ের। আজ ফাইনালে নেপালকে হারাতে পারলেই ইতিহাসের পাতায় এই দলটির নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। আগের ৫ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও নেপাল ৩ বার মুখোমুখি হয়েছে। তিনবারই জিতেছে নেপাল। দুই দলের প্রথম দেখা হয়েছিল ২০১০ সালে কক্সবাজারে প্রথম সাফ চ্যাম্পিয়নশিপে। নেপাল জিতেছিল ৩-০ গোলে।

২০১৪ সালের সেমিফাইনালে নেপালের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সর্বশেষ দেখা হয়েছিল ২০১৯ সালে গ্রুপপর্বে। নেপাল জিতেছিল ৩-০ গোলে। আজ (১৯ সেপ্টেম্বর) ফাইনালে বাংলাদেশ জিতলে নেপালকে প্রথম হারানোর স্বাদের সঙ্গে প্রথম শিরোপা জয়ের উদযাপনও।

বাংলাদেশ একাদশ: রুপনা চাকমা (গোলরক্ষক), সাবিনা খাতুন (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার, আঁখি খাতুন, মাসুরা পারভিন, মনিকা চাকমা, সানজিদা আক্ততার, মারিয়া মান্ডা, কৃষ্ণারানী সরকার, সিরাত জাহান স্বপ্না।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।