ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নাটকীয় ম্যাচে আয়াক্সকে হারাল লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
নাটকীয় ম্যাচে আয়াক্সকে হারাল লিভারপুল

দাপুটে ফুটবল খেলেও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল লিভারপুল। তবে কিন্তু শেষ মুহূর্তে জোয়েল মাতিপের গোলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়লো ইয়ুর্গেন ক্লপের দল।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ 'এ'-এর ম্যাচে আজ অ্যানফিল্ডে ২-১ গোলে জিতেছে অলরেড'রা।  

মোহামেদ সালাহর গোলে প্রথম এগিয়ে যায় লিভারপুল। এর কিছুক্ষণ পর আয়াক্স সমতায় ফেরে মোহাম্মেদ কুদুসের গোলে। কিন্তু এরপর খেলার ফলাফল ড্রয়ের গড়াচ্ছিল। পরে শেষ মুহূর্তে দলের জয় নিশ্চিত করেন মাতিপ। এই আসরে লিভারপুলের এটাই প্রথম জয়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে নাপোলির কাছে ৪-০ গোলে হেরে গিয়েছিল অল রেডরা।

শুরু থেকেই লিভারপুলের খেলায় আক্রমণের ছাপ দেখা যায়। এর ফল আসে দ্রুতই। ১৭তম মিনিটে লিভারপুল গোলরক্ষক আলিসনের উঁচু শট আয়াক্সের রক্ষণের সামনে হেড নেন লুইস দিয়াস। বল পৌঁছে যায় দিয়াগো জতার কাছে। দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সে সালাহর দিকে পাস বাড়ান তিনি। নিখুঁত শটে প্রতিপক্ষ গোলরক্ষকে পরাস্ত করে বল জালে পাঠান মিশরীয় ফরোয়ার্ড।

২৭তম মিনিটে সমতায় ফেরে আয়াক্স। সতীর্থের বাড়ানো পাস ফাঁকায় পেয়ে বুলেট গতির শট নেন কুদুস। বল ক্রসবারে লেগে জালে জড়ায়। ৩৫তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পায় লিভারপুল। তবে ভার্জিল ফন ডাইকের হেড ঠেকিয়ে দেন আয়াক্স গোলরক্ষক রেমকো পাসফির।  

মিনিট সাতেক পর আবারও দলকে বাঁচান পাসফির। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের দুইবারের প্রচেষ্টা রুখে দেন পাসফির।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের পসরা সাজিয়ে বসে লিভারপুল। কিন্তু গোল মিলছিল না কিছুতেই। উল্টো ৭৫তম মিনিটে পাল্টা আক্রমণে গোল পেতে পারতো আয়াক্স। ডালে ব্লিন্ডের হেডে বল দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।  

শেষদিকে আয়াক্সকে চেপে ধরে লিভারপুল। এরপর ৮৯তম মিনিটে আসে জয়সূচক গোল। মাতিপের হেড দুসান তাদিস পাল্টা হেডে ফিরিয়ে দিলেও বল  তার আগেই চলে যায় গোললাইন পেরিয়ে।

দুই ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়েও আয়াক্স তিন নম্বরে। ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ১ ম্যাচ খেলা নাপোলি।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।