ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সবচেয়ে দামি ফুটবল ক্লাব রিয়াল, দুইয়ে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
সবচেয়ে দামি ফুটবল ক্লাব রিয়াল, দুইয়ে বার্সা

ইউরোপের সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ এবার এগিয়ে গেল আয়ের দিক থেকেও। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকীর করা তালিকায় ফুটবল ক্লাবগুলোর মধ্যে সবার উপরে অবস্থান লস ব্লাঙ্কোসদের।

 

ফোর্বসের প্রকাশিত তালিকায় সবচেয়ে দামি ক্লাবের শীর্ষে থাকা ক্লাবটি অবশ্য ফুটবলের নয়। এমনকি সেরা দশেও নেই কোনো ফুটবল ক্লাব। সেরা বিশে আছে মাত্র তিনটি ক্লাব। যেখানে ত্রয়োদশ অবস্থানে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। তালিকায় পঞ্চদশ অবস্থানে নাম আছে অর্থনৈতিক সমস্যায় ভুগতে থাকা বার্সেলোনা। ফুটবল ক্লাব হিসেবে দুইয়ে তাদের অবস্থান।

ফুটবল ক্লাবগুলোর মধ্যে রিয়াল-বার্সার পর তিনে অবস্থান ম্যানচেস্টার ইউনাইটেডের। সামগ্রিক তালিকায় ক্লাবটির অবস্থান ১৯তম। এই তালিকায় সেরা পঞ্চাশের মধ্যে নাম রয়েছে লিভারপুল, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, পিএসজি ও চেলসির। ফোর্বসের তথ্য অনুযায়ী শীর্ষে থাকা ফুটবল ক্লাব রিয়ালের মোট মূল্যমান ধরা হয়েছে ৪৪০ কোটি ডলার। দুইয়ে থাকা বার্সেলোনার ৪৩০ কোটি ডলার। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের মূল্যমান ৩৪০ কোটি ডলার।  

সামগ্রিক তালিকায় সবার ওপরে থাকা যুক্তরাষ্ট্রের এনএফএল দল ডালাস কাউবয়েজ। দলটির বর্তমান মূল্যমান ৬৮০ কোটি ডলার। দুইয়ে থাকা এনএফএলের আরেক দল নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের দাম ৫৫০ কোটি ডলার। ৫৩০ কোটি ডলার মূল্যমান নিয়ে তিনে লস অ্যাঞ্জেলেস র‍্যামসের অবস্থান তিনে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।