ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসি-নেইমার-এমবাপ্পে রসায়নে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
মেসি-নেইমার-এমবাপ্পে রসায়নে পিএসজির জয়

লিগ ওয়ানের শেষ ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা পেছনে ফেলে তুলুজের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আক্রমণ ত্রয়ীর দুজন পেলেন জালের দেখা।

ম্যাচ জুড়ে চমৎকার খেলে সতীর্থদের দুটি গোলে অবদান রাখলেন লিওনেল মেসি। দাপুটে পারফরম্যান্সে জয়ের পথে ফিরল পিএসজি। প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ৩-০ গোলে জিতেছে পিএসজি। নেইমার দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপ্পে। অন্য গোলটি আসে হুয়ান বের্নাতের কাছ থেকে।

ম্যাচের ৩৭ মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। লিওনেল মেসির বাড়ানো পাস দারুণ ভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। চলতি লিগে এটি তার সপ্তম গোল। এছাড়া অ্যাসিস্ট করেছেন ছয়টি।

৫০ মিনিটে পিএসজির ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপ্পে। এই গোলেও অবদান রাখেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই তারকার পাস থেকেই গোল করেছেন ফরাসি স্ট্রাইকার। ৯০ মিনিটে পিএসজিরকে তৃতীয় গোল এনে দেন বদলি নামা হুয়ান বের্নাত।

প্রথম তিন ম্যাচ জয়ের পর গত ম্যাচে মোনাকোর কাছে পয়েন্ট হারায় পিএসজি। এক ম্যাচ বাদেই জয়ে ফিরল ক্রিস্তফ গালতিয়েরের দল। এতে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে পাঁচ পয়েন্ট তুলুজের।

বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।