ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শিরোপায় চোখ বাংলাদেশের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
শিরোপায় চোখ বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন শিপে অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে বাংলাদেশ ফুটবল দল। আগামীকাল (৫ আগস্ট) ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

সাফ চ্যাম্পিয়নশিপে যাওয়ার আগেই ফাইনালে খেলার লক্ষ্যের কথা জানিয়েছিল বাংলাদেশ দল। সেই লক্ষ্য পূরণ হয়েছে। এবার বাংলাদেশের লক্ষ্য শিরোপা জয় করা।

গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেছিলেন পিয়াস আহমেদ নোভা। ফাইনালেও ভারতকে হারিয়ে শিরোপা জিততে চায় বাংলাদেশ। তবে কাজটা সহজ হবে না বলে মনে করেন দলের অধিনায়ক তানভীর হোসেন।

ভারতের মাটিতে ভারতকে হারিয়ে শিরোপা জয় করা কঠিন চ্যালেঞ্জ মানছেন তানভীর। তবে গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে হারানোর অভিজ্ঞতা দলের সকলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে বলে মনে করেন তিনি। তানভীর বলেন, ‘ভারতের বিপক্ষে তাদের মাটিতে শিরোপা জয় করা কঠিন চ্যালেঞ্জ। তবে আমরা গ্রুপ পর্বেও ভারতকে হারিয়েছি। আমাদের আত্মবিশ্বাস আছে এই ম্যাচেও ভালো কিছু করা সম্ভব। ’

‘নিজেদের সেরাটা দিতে পারলে আমরা শিরোপা জেতার বিষয়ে আশাবাদী। দলে কোনও ইনজুরির সমস্যা নেই। সকলেই সুস্থ আছেন। নিজের সেরা ফর্মে আছেন। ’

আগামীকাল ফাইনালে জিততে পারলে অপরাজিত চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। দলের সেই সামর্থ্য আছে বলে মনে করেন কোচ পল স্মলি। তিনি বলেন, ‘ফাইনালে খেলার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলেই আমরা এগিয়ে যেতে চেয়েছিলাম। এবং আমাদের পরিকল্পনা সফল হয়েছে। ’

‘নিজেদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারলে আমাদের পক্ষে শিরোপা জয় করা সম্ভব। আমাদের দলে বেশ কিছু ভালো ফুটবলার রয়েছে। আমরা নিজেদের ব্যাপারে আত্মবিশ্বাসী। ’

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।