ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভারতের বিপক্ষে গোল চান মিরাজুল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
ভারতের বিপক্ষে গোল চান মিরাজুল

ভারতের ভুবনেশ্বরে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে যাত্রা করেছে বাংলাদেশের যুব ফুটবলাররা। গতকাল নিজেদের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

এই জয়ের নায়ক মিরাজুল ইসলাম। খেলার প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও গোলের দেখা পাচ্ছিল না দুদলের কেউই। তবে ৭০ মিনিটে গোল পায় বাংলাদেশ।

বদলি নামা মিরাজুল বদলে দেন ম্যাচের ভাগ্য। তার একমাত্র গোলেই জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে গোলের পর আগামী ম্যাচে ভারতের বিপক্ষেও গোলের লক্ষ্য মিরাজুলের।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। রুমে ফেরার পর সবাই মেসেজ দিয়েছে। সবাই খুশি হয়েছে। আমি বাংলাদেশের মানুষের হাসি মুখ দেখতে চেয়েছিলাম, সেটা পেরেছি। ভারতের সঙ্গে এর ধারাবাহিকতা ধরে রাখতে চাই। ’

বাংলাদেশের পরের ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। নিজেকে মেলে ধরার ব্যাপারে আশাবাদী মিরাজুল বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে বিরতির পর নেমেছি। ভারতের বিপক্ষে যদি আরও বেশি সময় খেলার সুযোগ পাই, সেরাটা দেয়ার চেষ্টা করব। আরও ভালো কিছু করার চেষ্টা করব। ’

ভারতের সঙ্গে মাঠে নামার আগে দেশবাসীর কাছে অনুরোধ জানিয়ে মিরাজুল আরও বলেন, ‘দেশের মানুষের কাছে অবশ্যই কিছু বলার আছে। সামনে ভারতের বিপক্ষে ম্যাচ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ভারতের বিপক্ষে ম্যাচটা জিততে পারি। ’

বাংলাদেশ সময় : ১৩৪৩, জুলােই ২৬, ২০২২
এআর/এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।