ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘মেসির জন্য বার্সার দরজা এখনও খোলা আছে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
‘মেসির জন্য বার্সার দরজা এখনও খোলা আছে’

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে গত বছরের ১০ আগস্ট পিএসজিতে পাড়ি জমান লিওনেল মেসি। কাতালানদের সঙ্গে তার এই দীর্ঘদিনের সম্পর্ক, তার অবদান এখনও ভুলতে পারছেন না হুয়ান লাপোর্তা।

বার্সেলোনায় এখনও মেসিকে চান লাপোর্তা। তার মতে, আর্জেন্টাইন এই তারকার জন্য এখনও পথ খোলা আছে। বার্সা সভাপতির ইচ্ছে মেসিকে ক্লাবে এনে সমাপ্তিটা সুন্দর করা। এছাড়া সাবেক এই বার্সা অধিনায়কের ক্লাব ছাড়ার পেছনে পূর্ববর্তী কর্মকর্তাদের দায় আছে বলেও দাবি করেন লাপোর্তা।

রোববার (২৪ জুলাই) ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘(বার্সেলোনায়) মেসিই ছিল সবকিছু। সে-ই সম্ভবত বার্সার সেরা খেলোয়াড়, সবচেয়ে কার্যকর। আমার মতে, তার তুলনা চলে কেবল ইয়োহান ক্রুইফের সঙ্গে। তবে একদিন এমনটা ঘটতেই হতো। (পূর্বের কর্মকর্তাদের সিদ্ধান্তে তৈরি) সমস্যার কারণে আমাদের এমন একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল। ’

ক্যাম্প ন্যু’য়ে মেসির সুন্দর সমাপ্তির আশা প্রকাশ করে লাপোর্তা বলেন ‘আশা করব, (বার্সেলোনায়) মেসির অধ্যায় শেষ হয়ে যায়নি। আমি মনে করি, আমাদের দায়িত্ব হচ্ছে চেষ্টা করা... সেই অধ্যায় ঠিক করার জন্য একটি মুহূর্ত খুঁজে বের করা, যা এখনও খোলা আছে এবং বন্ধ হয়ে যায়নি... শেষটা যেন আরও সুন্দর হয়। ’

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করার জন্য মেসি নিজের বেতন কমানোর জন্যও রাজি ছিলেন। খুব করে চেয়েছিলেন স্প্যানিশ ক্লাবটিতে থাকতে। কিন্তু ক্লাবটির অর্থনৈতিক সংকট ও লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়মের কারণে শেষ পর্যন্ত চলেই যেতে হয় তাকে। ক্লাবের সভাপতি হিসেবে লাপোর্তা জানান, যা করা সম্ভব তাই করেছি।  

এতকিছুর পরেও দীর্ঘদিন ধরে বার্সার হয়ে অসংখ্য শিরোপা জেতা মেসির কাছে এখনও ঋণী বার্সা সভাপতি, ‘বার্সার প্রেসিডেন্ট হিসেবে, যেটা করা দরকার ছিল আমি সেটাই করেছি। তবে বার্সার প্রেসিডেন্ট হিসেবে এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমি তার কাছে ঋণী। ’

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।