ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দেশবাসীর কাছে দোয়া চাইলেন মইনুলরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
দেশবাসীর কাছে দোয়া চাইলেন মইনুলরা

সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছে বাংলাদেশ অ-২০ ফুটবল দল। আগামী ২৫ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত ‘সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ ২০২২’ এর খেলা ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে।

আসরের উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচের আগে দেশবাসির কাছে দোয়া চেয়েছেন দলের সহ অধিনায়ক মো মইনুল ইসলাম মইন।

বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়াও আসরে অংশগ্রহণ করছে ভারত, মালদ্বীপ এবং নেপাল। প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ অ-২০ জাতীয় ফুটবল দল গতকাল (২২ জুলাই) ভারতীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে ভুবনেশ্বরে অবস্থিত হোটেল স্বস্তি প্রিমিয়ামে পৌছায়। দলের ম্যানেজার বিজন বড়ুয়া এক ভিডিও বার্তায় জানিয়েছেন, দলের সবাই সুস্থ আছেন।

দলের সহ অধিনায়ক মইনুল এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা সকলেই সুস্থভাবে ভারতে পৌঁছেছি। সকালে নাস্তার পর আমাদের জিম সেশন এবং রিকভারি সেশন ছিল। বিকেলে আমরা ট্রেনিং করবো। সামনের ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নিব। শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ। সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা একটা ভালো ফল দেশকে উপহার দিতে পারি। ’

আজ বাংলাদেশ দলের সকলের করোনা টেস্ট করা হবে। করোনা টেস্টে সকলে নেগেটিভ আসলে পরবর্তীতে খেলার অনুমতি পাবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।