ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চার বছরের চুক্তিতে চেলসিতে কৌলিবালি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
চার বছরের চুক্তিতে চেলসিতে কৌলিবালি

চলতি দলবদল মৌসুমে চেলসির রক্ষণভাগের দুই তারকা আন্টোনিও রুডিগার ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন চলে যাওয়া বিপাকে পড়েছিল ক্লাবটি। অবশেষে নতুন ডিফেন্ডার ভিড়িয়ে দলে স্বস্তি ফিরিয়েছে তারা।

 

চার বছরের চুক্তিতে ইতালিয়ান ক্লাব নাপোলি থেকে কালিদু কৌলিবালিকে দলে ভিড়িয়েছে চেলসি। এক বিবৃতিতে শনিবার (১৬ জুলাই) বিষয়টি জানায় ব্লুজরা। সেনেগালের এই ফুলব্যাককে দলে ভেড়াতে ক্লাবটির খরচ হয়েছে তিন কোটি ২০ লাখ পাউন্ড। চলতি দলবদল মৌসুমে এটি তাদের দ্বিতীয় সাইনিং। এর আগে ম্যানচেস্টার সিটির রহিম স্টার্লিংকে দলে ভেড়ায় তারা।

ক্লাবের ওয়েবসাইটে দেওয় বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে কৌলিবালি বলেন, ‘চেলসির অংশ হতে পেরে আমি খুব খুশি। এটি বিশ্বের একটি বড় দল এবং আমার সবসময়ের স্বপ্ন ছিল প্রিমিয়ার লিগে খেলা। ’ 

২০১৪ সাল থেকে নাপোলির জার্সিতে খেলেছেন কৌলিবালি। আট মৌসুমে দলটির হয়ে ৩১৭ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ১৪টি।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।