ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সুযোগ তৈরি করেও শেখ রাসেলের ড্র

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
সুযোগ তৈরি করেও শেখ রাসেলের ড্র

পুরো ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি করেছে শেখ রাসেল। যদিও পায়নি গোলের দেখা।

শেষ পর্যন্ত হতাশার এক ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে আজ (শুক্রবার) গোপালগঞ্জে শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্র ও মুক্তিযোদ্ধা সংসদের মধ্যকার ম্যাচ গোল শূন্য সমতায় শেষ হয়েছে।

ম্যাচের একদম শুরু থেকেই আক্রমণ করে খেলে শেখ রাসেল। দ্বিতীয় মিনিটেই রহমতের কর্নারে ইসমাইল আকিনাদে মাথা লাগালেও জাল খুঁজে পায়নি। ষষ্ঠ মিনিটে চার্লস দিদিয়েরের নেওয়া মাপা ফ্রিকিক ঝাঁপিয়ে দারুণভাবে আটকে দেন গোলরক্ষক রাজীব।  

২১তম মিনিটে তেতসুয়াকি মিসাওয়ার দারুণ পাসে রাসেলের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের কোনা থেকে সুদি আব্দুল্লাহর নেওয়া জোরালো শট ক্রসবার ঘেঁষে বাইরে চলে যায়। পরের মিনিটেই সেরা সুযোগ নষ্ট করেন রাসেলের ফরোয়ার্ড মোহাম্মদ জুয়েল।  

ইসমাইল আকিনাদের ডিফেন্স ছেড়া পাস অফসাইড ফাঁদ ভেঙে বক্সে বল পেয়ে যান জুয়েল কিন্তু পোস্টে শট নিতে বড্ড দেরি করে ফেলেন তিনি। মুক্তিযোদ্ধার ডিফেন্ডার মেহেদি এসে স্লাইডিংয়ে আটকে দেন জুয়েলের শট।

২৭ মিনিটে রাসেলের জালে বল পাঠায় মুক্তিযোদ্ধার তেতসুয়াকি কিন্তু সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলায় গোল আর হয়নি। তবে রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে প্রতিবাদ জানায় মুক্তিযোদ্ধার খেলোয়াড়রা।  এর ফলে প্রায় বারো মিনিটের মত খেলা বন্ধ থাকে। প্রথমার্ধে ১৩ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়।

প্রথমার্ধের যোগ করা সপ্তম মিনিটে আবারও সুযোগ নষ্ট করেন রাসেলের ফরোয়ার্ডরা। প্রতিপক্ষের ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নেন রিচার্ড গাডজে, তিনি ঠেলে দেন জুয়েলের উদ্দেশ্যে কিন্তু তার নেওয়া শট পোস্ট ছেড়ে বের হয়ে এসে আটকে দেন রাজীব।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোলের সুযোগ নষ্ট করেন জুয়েল। রহমত মিয়ার কর্নার দূরের পোস্টে তার হেড বাইরে চলে যায়। ৬৮ মিনিটে দারুন সেভে শেখ রাসেলকে রক্ষা করেন আশরাফুল রানা। বাম প্রান্ত দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন নবাব, তার বাড়ানো পাসে গোলের সুযোগ তৈরি হয় কিন্তু সুদি আব্দুল্লাহর শট পোস্ট ছেড়ে বের হয়ে এসে ঠেকিয়ে দেন অভিজ্ঞ এই গোলকিপার।

তিন মিনিট বাদে শেখ রাসেলকে আবারও হতাশ করেন সেই জুয়েল। চার্লস দিদিয়েরের মাপা ক্রস গোলমুখে বলে পা লাগাতে পারেনি এই ফরোয়ার্ড। ফলে নষ্ট হয় গোলের সুযোগ। পরের মিনিটেই তাকে তুলে মান্নাফ রাব্বিকে মাঠে নামান জুলফিকার মাহমুদ। যদিও তা আর কাজে লাগেনি। বাকি সময়ে কোনো দলই পারেনি গোলের মুখ খুলতে। ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

বিপিএল ফুটবলের দ্বিতীয় পর্বে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে শেখ রাসেল জিতেছে তিনটিতে, ড্র তিনটি ও হার দুটিতে। ১৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে অষ্টম অবস্থানেই আছে শেখ রাসেল ক্রীড়া চক্র। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এগারোতম স্থানে মুক্তিযোদ্ধা। এতে অবনমন অঞ্চলেই থাকল দলটি।

বাংলাদেশ সময় : ১৯৫৫, জুলাই ১৫, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।