ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পুলিশের কাছে হেরে অবনমনের শঙ্কায় মুক্তিযোদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জুন ২৯, ২০২২
পুলিশের কাছে হেরে অবনমনের শঙ্কায় মুক্তিযোদ্ধা

প্রিমিয়ার লিগের শিরোপা জয় নিয়ে তেমন লড়াই নেই। শীর্ষে থাকা বসুন্ধরা কিংস দুইয়ে থাকা আবাহনী লিমিটেডের পয়েন্টের ব্যবধান ৬।

তবে অবনমনের লড়াই কিন্তু বেশ জমে উঠেছে। এবার বাংলাদেশ পুলিশ এফসির কাছে হেরে লিগে টিকে থাকাই কঠিন হয়ে গেল মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের।

আজ বুধবার গোপালগঞ্জের ফজলুল হক মনি স্টেডিয়ামে ৪-১ গোলের ব্যবধানে হেরে গেছে মুক্তিযোদ্ধা।  

মুক্তিযোদ্ধার দুর্বল রক্ষণকে কাজে লাগিয়ে শুরুতেই এগিয়ে যায় পুলিশ। মুতিযোদ্ধার গোলকিপার মোস্তাকের ভুল পাসে বক্সের মধ্যেই বল পেয়ে যান পুলিশের ক্রিস্তিয়ান কুয়ায়কো। সুযোগ পেয়ে ডান পায়ের প্লেসিং শটে জাল খুঁজে নেন আইভরি কোস্টের এই ফরোয়ার্ড।  

১৮তম মিনিটে সুদি আব্দুল্লাহর গোলে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। ডান প্রান্ত থেকে জাপানিজ মিডফিল্ডার সোমা ওতানির ক্রসে বাইসেকেল শটে লক্ষ্যভেদ করেন বুরুন্ডির স্ট্রাইকার। কিন্তু ৮ মিনিট পরেই সমতায় ফেরে পুলিশ। এবার আমিরুদ্দিজ শরিফির বাড়ানো পাসে বল জালে জড়ান কুয়াকোর।  

পর পর দুই গোলে মারাত্মক ভুলে খেসারত দেওয়া গোলকিপার মোস্তাককে তুলে ৩১তম মিনিটে রাজীবকে নামান মুক্তিযোদ্ধার মালয়েশিয়ান কোচ রাজা ঈশা। কিন্তু তাতেও কাজ হয়নি। বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান বাড়িয়ে ফেলে পুলিশ। কুয়াকোর পাসে গোল করেন ম্যাথিউস বাবলু। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফের লক্ষ্যভেদ করেন ম্যাথিউস বাবলু।  

লিগে ১৭ ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে বাংলাদেশ পুলিশ। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দশম স্থানে মুক্তিযোদ্ধা। সমান পয়েন্ট নিয়ে এরপরের অবস্থানে রহমতগঞ্জ। নয় পয়েন্ট নিয়ে তলানিতে স্বাধীনতা।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুন ২৯, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।