ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপের প্লে-অফ ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইউক্রেনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
বিশ্বকাপের প্লে-অফ ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইউক্রেনের

ইউক্রেনের প্রতি রাশিয়ার আগ্রাসনের কারণে দেশটির ক্রীড়াঙ্গনে বিরূপ প্রভাব পড়েছে। কাতার বিশ্বকাপে ওঠার লড়াইয়ে প্লে-অফ পর্বের সেমিফাইনালে আগামী ২৪ মার্চ হ্যাম্পডেনে স্কটল্যান্ডের বিপক্ষে দেশটির ম্যাচ হওয়ার কথা ছিল।

কিন্তু যুদ্ধবিধ্বস্ত থাকায় ম্যাচটি পেছাতে ফিফাকে অনুরোধ জানিয়েছে ইউক্রেন।

বিশ্বকাপে উঠার লড়াইয়ে প্লে-অফ পর্বের সেমিফাইনালে স্কটিশদের হারাতে পারলেই ফাইনালে অস্ট্রিয়া এবং ওয়েলসের মধ্যকার জয়ী দলের সঙ্গে দেখা হবে ইউক্রেনের। কিন্তু রাশিয়ার আগ্রাসনের কারণে বর্তমানে ফুটবল খেলার মত পরিস্থিতি নেই দেশটির।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, তারা উয়েফা এবং স্কটিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে ব্যাপারটি নিয়ে কাজ করে যাচ্ছে। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে ফিফার এক কর্তা বলেন, ‘ইউক্রেনে ক্ষতিগ্রস্তদের প্রতি ফিফা সমবেদনা প্রকাশ করছে। দেশটির দেওয়া অনুরোধের ব্যাপারে শিগগিরই আপডেট জানানো হবে। ’

স্কটিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রোড প্যাট্রি বলেন, ‘যুদ্ধের মধ্যে খেলাটা গুরুত্বপূর্ণ নয়। ইউক্রেনের সঙ্গে আমি একাত্বতা পোষণ করছি। ’

প্লে-অফের ম্যাচটি পেছানোর ব্যাপারে স্কটল্যান্ড এবং সাউদাম্পটন মিডফিল্ডার স্টুয়ার্ট আর্মস্টং বলেন, ‘বিশ্ব যখন ইউক্রেনকে সহায়তা করছে ও তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে, এমতাবস্থায় ফুটবল তেমন গুরুত্বপূর্ণ নয়। ’

আগামী মাসের প্রথম দিনেই বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। নভেম্বরের ২১ তারিখ থেকে শুরু হবে মূল পর্বের লড়াই।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।