ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফুটবলে ফিরতে ফিফা ও উয়েফার বিরুদ্ধে আপিল করবে রাশিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
ফুটবলে ফিরতে ফিফা ও উয়েফার বিরুদ্ধে আপিল করবে রাশিয়া

রাশিয়া কর্তৃক ইউক্রেনের প্রতি আগ্রসনের কারণে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিকে ফুটবল থেকে নিষিদ্ধ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একইসাথে দেশটির সবগুলো ক্লাবকে নিষিদ্ধ করে উয়েফা।

তবে মাঠে ফিরতে ফিফা ও উয়েফার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে রাশিয়া। এক বিবৃতিতে বৃহস্পতিবার (৩ মার্চ) রাশিয়ান ফুটবল ইউনিয়ন বিষয়টি নিশ্চিত করেছে।

রাশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, ফিফা ও উয়েফার বিরুদ্ধে তারা একটি মামলা দায়ের করবে। তাদের দাবি, রাশিয়ার পুরুষ এবং মহিলা জাতীয় দলকে প্রতিযোগিতাগুলোয় অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হোক। পুরুষ দল যেন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে পারে এবং নারী দল ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারে।

বিবৃতিতে রাশিয়ান ফুটবল ইউনিয়ন বলেছে, 'আমাদের বিশ্বাস যে, ফিফা ও উয়েফার এমন সিদ্ধান্তে আইনি কোনো ভিত্তি ছিল না। ’

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।