ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

উত্তর বারিধারাকে হারিয়ে শেখ জামালের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
উত্তর বারিধারাকে হারিয়ে শেখ জামালের শুভসূচনা

উত্তর বারিধারাকে হারিয়ে ২০২১-২২ প্রিমিয়ার লিগ ফুটবলে শুভসূচনা করলো গত আসরের রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব।  

বৃহস্পতিবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে ম্যানুয়েল হুয়ান মার্টিনেজের শিষ্যরা।

 

শেখ জামালকে ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে নেন গত আসরে ১১ গোল করা গাম্বিয়ান সোলাইমান সিল্লাহ। এগিয়ে গিয়ে উত্তর বারিধারাকে আরও চেপে ধেরে শেখ জামাল। প্রথমার্ধের যোগ করা সময়ে জামালকে দ্বিতীয় গোল এনে দেন চিনেদু ম্যাথিউ।  

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে বারিধারা। এক গোল শোধ দেয় তাঁরা, গোল করেন দলটির মিডফিল্ডার এভজেনতি কচনেভ। ম্যাচের বাকি সময়ে আর কোনো দল লক্ষ্যভেদ করতে না পারলে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

আগামী ৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় টঙ্গীর আহসান উল্লাহ স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের মুখোমুখি হবে শেখ জামাল। একই দিন মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলবে বারিধারা।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।