ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তুর্কি ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তুর্কি ফুটবলারের মৃত্যু

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাত্র ২৭ বছর বয়সেই প্রাণ হারালেন তুরস্ক জাতীয় দলের সাবেক ফুটবলার আহমেত কালিক। দেশটির রাজধানী আঙ্কারায় তার গাড়ির সঙ্গে এক সংঘর্ষে এই পরিণতি হয়।

২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তার্কিস জাতীয় দলের হয়ে ৮ ম্যাচ খেলা আহমেত দুর্ঘটনার সময় গাড়িতে একাই ছিলেন। সংবাদ মাধ্যম থেকে জানা যায়, মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় আঙ্কারা-নিগদে সড়কে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যান।

তুরস্কের সংবাদ মাধ্যম স্পোর অ্যারেনা জানায়, অনুশীলনের ছুটিতে নিজের বিয়ের প্রস্তুতি সারতে আঙ্কারায় যাচ্ছিলেন কালিক। তবে দুঘটনার আসল কারণ খতিয়ে দেখছে তদন্ত বিভাগ।

তার্কিস সুপার লিগের দল কোনাসপোরে খেলা এই সেন্টার ব্যাককে এলমাদাগের একটি কবরস্থানে সমাধিত করা হবে বলে জানিয়েছে ফোটোম্যাক।

আহমেত কালিক ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির শীর্ষ ক্লাব গালাতাসারায়ের হয়ে ৩৬টি ম্যাচ খেলেছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সাবেক ও বর্তমান ক্লাব।

স্পোর অ্যারেনা আরও জানিয়েছে, কোনাসপোরে ইস্তানবুল বাসাকসেহিরের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচটি স্থগিহ করতে তার্কিস ফুটবল ফেডারেশনের কাছে অনুরোধ জানিয়েছে। ম্যাচটি আগামী ১৫ জানুয়ারি হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।