ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টারে শেখ জামাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টারে শেখ জামাল ছবি: শোয়েব মিথুন

ফেডারেশন কাপে নিজেদের শেষ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ১-১ ব্যবধানের ড্র’য়ের পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় তারা।

 

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় শেখ জামাল। রায়হানের লম্বা থ্রো-ইন থেকে বল নিয়ে কোনাকুনি শটে রহমতগঞ্জের জালে বল ভেড়ান নুরুল আবসার। সমতায় ফিরতে মরিয়া রহমতগঞ্জ প্রথমার্থে কয়েকবার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

তবে বিরতির পর খেলতে নেমে কোণঠাসা হয়ে পড়ে রহমতগঞ্জ। কয়েকটি দারুণ আক্রমণে উঠলেও অবশ্য গোলের দেখা পায়নি শেখ জামাল। নির্ধারিত সময় শেষ হলে অতিরিক্ত সময়ে এসে গোলের দেখা পায় রহমতগঞ্জ। ফিলিপের পাস ধরে শেখ জামালের পোস্টে সহজেই লক্ষ্যভেদ করেন সানডে। সমতায় থেকে ম্যাচ শেষের পর টাইব্রেকারে বাজিমাত করে শেখ জামাল। ৫-৪ ব্যবধানে ম্যাচটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।