ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

করোনা হানায় স্থগিত রোনালদোদের ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
করোনা হানায় স্থগিত রোনালদোদের ম্যাচ

ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় ব্রেন্টফোর্ডের বিপক্ষে তাদের ম্যাচটি স্থগিত হয়ে গেছে।

আজ মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি প্রকাশ করে খবরটি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

আজ রাতেই ম্যাচটি ব্রেন্টফোর্ডের মাঠে গড়ানোর কথা ছিল।

এর আগে করোনা সংক্রমণ ঠেকাতে ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডে ম্যানইউয়ের সব ধরনের অনুশীলন বন্ধ ঘোষণা করা হয়।

গত এক সপ্তাহে প্রিমিয়ার লিগের ৪২ জন খেলোয়াড় ও স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। এরইমধ্যে ব্রাইটন, টটেনহ্যাম হটস্পার, লেস্টার সিটি, অ্যাস্টন ভিলা এবং নরউইচ সিটির কয়েকজন খেলোয়াড়ের করোনা সংক্রমণ ধরা পড়েছে।

টটেনহ্যাম হটস্পারের বেশ কয়েকজন খেলোয়াড় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাদের দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। এরপর ম্যানইউয়ের খেলোয়াড়দের পিসিআর টেস্ট শেষে সেখানেও করোনার সংক্রমণ ধরা পড়েছে। যদিও শনিবার রাতে নরউইচ ম্যাচের আগে ম্যানইউয়ের সব খেলোয়াড়ের করোনা নেগেটিভ এসেছিল। কিন্তু একদিন পরে দলের অনুশীলনের আগে তাদের কয়েকজনের করোনা পজিটিভ ফলাফল আসে।

গত ২০২০ সালের মে মাসে করোনা পরীক্ষা শুরুর পর থেকে প্রিমিয়ার লিগে এক সপ্তাহে এবারই সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে। লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া সব ম্যাচের সূচি পুনর্নির্ধারণ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।