ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

ভুলের কারণে পুনরায় অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
ভুলের কারণে পুনরায় অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ড্র

চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ে মেসি-রোনালদো দ্বৈরথ দেখা যাওয়ার কথা থাকলেও এবার তা পাল্টে যেতে পারে। সোমবার বিকেলে সুইজার‌ল্যান্ডের নিয়ন শহরে ড্র অনুষ্ঠিত হলেও ইতোমধ্যে নতুন করে ড্রয়ের কথা জানিয়েছে উয়েফা।

ড্র চলাকালীন স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের সঙ্গে কার খেলা হবে সেটি নিশ্চিত করতে গিয়ে ভুল করে বসে উয়েফা। ড্রতে ভিয়ারিয়ালের প্রতিপক্ষ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম উঠে আসে। যেটি নিয়মের বাইরে হয়েছে। অর্থাৎ, একই গ্রুপ থেকে উঠে আসা দলগুলো শেষ ষোলোতে প্রতিপক্ষ হয় না।

ভুল করার সঙ্গে সঙ্গে অবশ্য ম্যানইউর নাম ফেলে দিয়ে নতুন করে ড্রয়ের বল তোলা হয়েছিল। তখন নাম উঠেছিল নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির নাম। তাৎক্ষনিক ড্র না থামিয়ে সম্পন্ন করা হলেও পরবর্তীতে এই ভুলের কারণে পুনরায় ড্র করার ঘোষণা দিয়েছে উয়েফা। যে কারণে একটু আগে করা ড্রয়ে যাদের নাম এসেছিল সেটি আর অনুষ্ঠিত হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।