ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ল ম্যানইউ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
রোনালদোর গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ল ম্যানইউ

ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা নরউইচ সিটির বিপক্ষে ১-০ ব্যবধানের স্বস্তির জয় পেল ম্যানচেস্টার ইউনাইডেট।

শনিবার রাতে শুরু হওয়া ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ম্যানইউ।

ডি-বক্সের একটু দূর থেকে আলেক্স তেলেসের ফ্রি-কিক রক্ষণ দেয়ালে একজনের মাথায় লেগে দিক পাল্টে ক্রসবারে লাগে।

৩৭তম মিনিটে দারুণভাবে দু'জনকে কাটিয়ে শট নেন রোনালদো, ঝাঁপিয়ে পড়ে সেই শট আটকে দেন নরউইচ গোলরক্ষক টিম ক্রুল। বিরতির ঠিক আগে আরেকবার দলকে বাঁচান তিনি।

বিরতি থেকে ফিরে এসে ৫৬ মিনিটে দারুণ একটি সুযোগ নষ্ট হয় স্বাগতিকদের। ডি-বক্সের মুখ থেকে তেমু পুক্কির জোরালো শট এক হাত দিয়ে ক্রসবারের ওপর দিয়ে পাঠান ডেভিড দে হেয়া।

অবশেষে ৭৫তম মিনিটে দলকে এগিয়ে দেন রোনালদো। বক্সের মধ্যে নরউইচ ডিফেন্ডার তাকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে গোল তুলে নেন রোনালদো। আসরে ১৩ ম্যাচে পর্তুগিজ এ তারকার এটি সপ্তম গোল।

দুই মিনিট পরই সমতায় ফিরতে পারত নরউইচ। তবে দে হেয়ার অসাধারণ সেভে এগিয়ে থাকে ইউনাইটেড। ওজান কাবাকের হেড ঝাঁপিয়ে ফেরান স্প্যানিশ গোলরক্ষক। ৮৬তম মিনিটে ছয় গজ বক্সের মুখে ফাঁকায় বল পেয়ে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন রোনালদো। শেষ পর্যন্ত তার গোলটিই জয় এনে দিয়েছে ম্যানইউকে।

এ জয়ে লিগে ১৬ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে ম্যানইউ। ম্যানচেস্টার সিটি ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। অন্যদিকে ৩৭ পয়েন্ট নিয়ে লিভারপুল দুই নম্বরে।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।