ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনায় কোচিংয়ে নাম লেখালেন মাচেরানো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
আর্জেন্টিনায় কোচিংয়ে নাম লেখালেন মাচেরানো

পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন গত বছর। এবার কোচিংয়ে হাত পাকানো শুরু করলেন সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের মাচেরানো।

আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্ব নিয়েছেন আর্জেন্টিনা, বার্সেলোনা ও লিভারপুলের সাবেক এই মিডফিল্ডার।

২০২২ সালের জানুয়ারি থেকে আগামীর মেসি-দি মারিয়াদের খুঁজে বের করার দায়িত্ব সামলাবেন মাচেরানো। আলবিসেলেস্তেদের হয়ে ১৪৭ ম্যাচ খেলা সাবেক এই অধিনায়ক ফের্নান্দো বাতিস্তার স্থলাভিষিক্ত হবেন। এর আগে আর্জেন্টাইন ফেডারেশনের ‘মেথোডোলোজি অ্যান্ড ডেভেলপমেন্ট’ বিভাগে যোগ দিয়েছিলেন তিনি।

আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক কোচ হোসে পেকারম্যান ভেনেজুয়েলার দায়িত্ব নিচ্ছেন। তার সহকারী হিসেবে যাচ্ছেন বাতিস্তা। এ কারণে বাতিস্তার রেখে যাওয়া ফাঁকা চেয়ারে বসছেন মাচেরানো।  

ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বার্সেলোনার জার্সিতে ৮ বছর খেলে ৫টি লা লিগা এবং দুইবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার স্বাদ পান মাচেরানো। নিজ দেশের ক্লাব রিভার প্লেটের হয়ে ক্যারিয়ার শুরুর পর ২০০৬ সালে ওয়েস্ট হ্যামে যোগ দেন তিনি। মাঝে করিন্থিয়ানসের হয়েও এক মৌসুম খেলেন তিনি।  

২০০৭ সালের ফেব্রুয়ারিতে লিভারপুলে পাড়ি জমান মাচেরানো। ওই বছর অল রেডদের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলার পেছনে বড় ভূমিকা ছিল তার। এরপর ২০১০ সালে বার্সায় যোগ দেন তিনি। ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে পূর্ণ সময় মাঠে ছিলেন মাচেরানো। সেবার ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।