ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ফুটবল

মোহামেডানকে হারিয়ে দিল সেনাবাহিনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
মোহামেডানকে হারিয়ে দিল সেনাবাহিনী

স্বাধীনতা কাপে মোহামেডানকে হারিয়ে চমকে দিল বাংলাদেশ সেনাবাহিনী।  

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার ২-১ গোলে জিতেছে সেনাবাহিনী।

 

মোহামেডানকে শুরু থেকে চেপে ধরে সেনাবাহিনী। ১৮তম মিনিটে রঞ্জুর দারুণ সাইড ভলিতে তারা এগিয়ে যায়। ডান দিক থেকে ইমতিয়াজ রায়হানের ক্রসে বল পেয়ে সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন রঞ্জু। পরের মিনিটে প্রথমার্ধের একমাত্র আক্রমণটি শানায় মোহামেডান। তবে সুলেমানে দিয়াবাতের জোরালো শটটি আটকে দেন সেনাবাহিনীর গোলরক্ষক আলমগীর হোসেন।

দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে ডান দিক দিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে কোনাকুনি বুলেট গতির শটে স্কোরলাইন ২-০ করে ফেলেন সেনাবাহিনীর ফরোয়ার্ড শাহরিয়ার ইমন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জাফর ইকবালের কর্নারের পর বক্সে জটলার ভেতর থেকে নিচু শটে ব্যবধান কমান মিনহাজুর আবেদিন।  

দুই ম্যাচে সমান একটি করে জয়ে ৩ পয়েন্ট সেনাবাহিনী ও মোহামেডানের। দিনের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-২ গোলে হারানো সাইফ স্পোর্টিং টেবিলে শীর্ষে আছে ৬ পয়েন্ট নিয়ে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।