ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ফুটবল

কেজ ফুটবলের ফাইনালে টেনামেন্ট ট্রুপার্স ও টিম হুলিগানস

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
কেজ ফুটবলের ফাইনালে টেনামেন্ট ট্রুপার্স ও টিম হুলিগানস ছবি: জি এম মুজিবুর

দ্য স্পোর্টস ক্লাবের আয়োজনে দ্বিতীয়বারের মতো চলছে কেজ ফুটবল টুর্নামেন্ট ২০২১। আসরের দুই সেমিফাইনালে জয় পেয়ে ফাইনালে পা রেখেছে টেনামেন্ট ট্রুপার্স ও টিম হুলিগানস।

বুধবার (০১ ডিসেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার 'দ্য স্টেডিয়াম'-এ অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে এইসকে ৫-০ গোলে হারিয়েছে টেনামেন্ট ট্রুপার্স। ম্যাচে টেনামেন্ট ট্রুপার্সের হয়ে জোড়া গোল করেছেন আরিক ও আশিক। বাকি গোল আকবরের।  

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে টিম হুলিগানস ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে প্ল্যাটফর্ম সলিউইশনসকে। ম্যাচে টিম হুলিগানসের মুরাদ একাই করেছেন ৪ গোল এবং মাহবুব করেছেন হ্যাটট্রিক। আর ১টি করে গোল করেছেন জাকির ও আসগর। প্ল্যাটফর্ম সলিউশনসের একমাত্র গোলদাতা সাজ্জাদ।  

এবারের কেজ ফুটবল টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো- এইস, সেক্টর সি, ইনভিসিবল টিম, টেনামেন্ট ট্রুপার্স, প্ল্যাটফর্ম সলিউশনস লিমিটেড, এমএ ট্রেডার্স, টিম হুলিগানস, তেজগাঁও আশোরা ৯৭, মিলন স্পোর্টিং ক্লাব ও টুইসডে ফুটি ব্রাদার্স।  

এই টুর্নামেন্টের প্রধান স্পন্সর জান্নাত ট্রেডিং। মিডিয়া পার্টনার বাংলানিউজ২৪.কম।

এর আগে ২০২০ সালেও কেজ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল দ্য স্পোর্টস ক্লাব।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।