ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ফুটবল

কেজ ফুটবল টুর্নামেন্ট: টিম হুলিগানসের গোল বন্যা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
কেজ ফুটবল টুর্নামেন্ট: টিম হুলিগানসের গোল বন্যা ছবি: জিএম মুজিবুর রহমান।

দ্য স্পোর্টস ক্লাবের আয়োজনে দ্বিতীয়বারের মতো চলছে কেজ ফুটবল টুর্নামেন্ট ২০২১। এই টুর্নামেন্টের সপ্তম দিনে মিলন স্পোর্টিং ক্লাবকে বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে টিম হুলিগানস।

শুক্রবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার 'দ্য স্টেডিয়াম'-এ ‘বি' গ্রুপের ম্যাচে টিম হুলিগানস ৭-০ গোলে মিলন স্পোর্টিংকে হারিয়েছে।

টিম হুলিগানসের হয়ে একাই ৪টি করে গোল করেন আসগর। এছাড়া রাজু ২টি ও মুন্সি একটি গোল করেন।

এবারের কেজ ফুটবল টুর্নামেন্টে মোট ১০টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। দলগুলো হলো- এইস, সেক্টর সি, ইনভিসিবল টিম, টেনামেন্ট ট্রোপার্স, প্ল্যাটফর্ম সলিউশনস লিমিটেড, এমএ ট্রেডার্স, টিম হুলিগানস, তেজগাঁও আশোরা ৯৭, মিলন স্পোর্টিং ক্লাব ও টুইসডে ফুটি ব্রাদার্স।  

এই টুর্নামেন্টের প্রধান স্পন্সর জান্নাত ট্রেডিং। মিডিয়া পার্টনার বাংলানিউজ২৪.কম।

এর আগে ২০২০ সালেও কেজ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল দ্য স্পোর্টস ক্লাব।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।