ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনার টিকা নিলেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
করোনার টিকা নিলেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন করোনার টিকা গ্রহণ করেন কাজী সালাউদ্দীন।

চলমান করোনাভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণ কার্যক্রমে এগিয়ে আসলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী মো. সালাহউদ্দীন। বাংলাদেশে ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে তাকেই প্রথম টিকা নিতে দেখা গেল।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড-১৯ প্রতিরোধী টিকা গ্রহণ করেন কাজী সালাউদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক জনাব মো. আবু নাইম সোহাগ, মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমেদুল কবীর ও মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. অসিম কুমার নাথ।

কাজী সালাউদ্দীনকে করোনার টিকা প্রদান করেন মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স স্মিতা গেইন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।