ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে তিনে উঠে এলো শেখ রাসেল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে তিনে উঠে এলো শেখ রাসেল ছবি: শোয়েব মিথুন

ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে হেরেই আসর থেকে বিদায় নিতে হয়েছিল শেখ রাসেল ক্রীড়াচক্রকে। তবে প্রতিশোধ নেওয়ার জন্য বেশিদিন অপেক্ষা করতে হলো না সাইফুল বারী টিটুর শিষ্যদের।

 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে প্রথম দেখায় চট্টগ্রাম আবাহনীকে ১-০ ব্যবধানে হারিয়েছে দুর্দান্ত ফর্মে থাকা শেখ রাসেল। ৪৩তম মিনিটে জিয়ানকার্লো লোপেজ রদ্রিগেজের করা একমাত্র গোলটি থেকে তিন পয়েন্ট আদায় করে মাঠ ছাড়ে তারা।  

ছবি: শোয়েব মিথুন

এই জয়ে ৪ ম্যাচে তিন জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার তিনে ওঠে এলো শেখ রাসেল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে আছে ঢাকা আবাহনী। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের পয়েন্ট ১২। ৬ পয়েন্ট নিয়ে ছয়ে ছয়ে চট্টগ্রাম আবাহনী।  

ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।