ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আরামবাগের জালে শেখ জামালের গোল উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
আরামবাগের জালে শেখ জামালের গোল উৎসব ছবি: শোয়েব মিথুন

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জয়রথ ছুটছেই। এবার শফিকুল ইসলাম মানিকের দল আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে রীতিমত গোল উৎসব করল।

 

বুধবার (২৭ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগকে ৬-০ গোলে হারিয়েছে শেখ জামাল। দলের জয়ে একাই চার গোল করেন ওমর জোবে। বাকি দুই গোল করেন সুলাইমান সিল্লাহ। এই নিয়ে প্রিমিয়ার লিগে শেখ জামালের এটি টানা তৃতীয় জয়। অন্যদিকে টানা চার ম্যাচে হারের লজ্জায় ডুবল আরামবাগ।

খেলার শুরু থেকেই আরামবাগের রক্ষণে মুহুর্মুহু আক্রমণ শানায় শেখ জামাল। চতুর্দশ মিনিটেই রেজাউল করিমের ক্রসে গোলমুখে বল পেয়ে নিখুঁত টোকায় বল জালে জড়িয়ে দেন জোবে। এর চার মিনিট পরেই জোবের পাস ধরে ভালিজনোভ ওতাবেক বল বাড়ান ডি বক্সে থাকা সিল্লাহর দিকে। ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন গাম্বিয়ান ফরোয়ার্ড।

বিরতির মিনিট দশেক আগে ব্যবধান আরও বাড়ায় শেখ জামাল। শাকিল আহমেদের থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে আলতো টোকায় নিজের দ্বিতীয় গোল করেন সিল্লাহ। ৬০তম মিনিটে সলোমন কিংয়ের আড়াআড়ি পাসে প্লেসিং শট নেন জোবে। দুই মিনিট পর সলোমনের থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে হ্যাটট্রিক পূরণ করেন গাম্বিয়ান ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জাহিদ হোসেনের ক্রসে নিজের চতুর্থ গোলের দেখা পান তিনি।

অন্যদিকে দিনের আরেক ম্যাচে বারিধারা ও ব্রাদার্স ইউনিয়ন ৩-৩ গোলে ড্র করেছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।