ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আরামবাগকে হারাল মুক্তিযোদ্ধা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
আরামবাগকে হারাল মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়েছে তারা।

রোববার (২৪ জানুয়ারি) বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের ৪৮তম মিনিটে মেহেদি হাসান রয়েলের একমাত্র গোলে জয় ছিনিয়ে নেয় মুক্তিযোদ্ধা।

লিগে দুই ম্যাচ খেলে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে ৮ নাম্বারে রয়েছে মুক্তিযোদ্ধা। তবে ৩ ম্যাচের সবকটিতে হেরে তলানিতে রয়েছে আরামবাগ। আর ৩ ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে বসুন্ধরা কিংস।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।