ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বাদ অ্যাতলেটিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বাদ অ্যাতলেটিকো

লা লিগার চলতি মৌসুমে শীর্ষস্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে চমকে দিয়েছে তৃতীয় সারির দল কর্নেয়া। কোপা দেল রে’র দ্বিতীয় রাউন্ডে ১-০ ব্যবধানে হেরে গেছে দিয়েগো সিমিওনের দল।

নিজেদের মাঠে ম্যাচের শুরুতে এগিয়ে যায় কর্নেয়া। অগাস্টিন মেদিনার ফ্রি-কিক থেকে জাল খুঁজে নেন আদ্রিয়ান হিমেনেজ। এরপর সমতায় ফিরতে চেষ্টা চালায় অ্যাতলেটিকো। স্প্যানিশ জায়ান্টরা ম্যাচের শেষ ২৭ মিনিট খেলেছে ১০ জনের দল নিয়ে। ৬৩তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রিকার্ড সানচেজ। তার মধ্যে গোড়ালির চোটে পড়েছেন অ্যাতলেটিকো ডিফেন্ডার হোসে হিমনেস।  

এই নিয়ে টানা দ্বিতীয় মৌসুম তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে কোপা দেল রে থেকে বাদ পড়লো অ্যাতলেটিকো। গত বছর তারা কালচারাল লিওনেসার বিপক্ষে হেরেছিল।  

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।