ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

লিভারপুলের টানা দ্বিতীয় হোঁচট

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
লিভারপুলের টানা দ্বিতীয় হোঁচট গোল মিসের পর ফিরমিনো ও সালাহ

লিভারপুল বছর পার করলো লিগে টানা দ্বিতীয় হোঁচট খেয়ে। অবশ্য তাতেও শীর্ষস্থানেই থাকছে গত আসরের চ্যাম্পিয়নরা।

 

ক্রিসমাসের পরে ঘরের মাঠ অ্যানফিল্ডে ওয়েস্ট ব্রমের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছিল লিভারপুল। এবার নিউক্যাসলের মাঠে গিয়েও পয়েন্ট ভাগাভাগি করল অলরেডরা। একের পর এক সুযোগ পেয়েও গোলের খাতা খুলতে না পারা ইউর্গেন ক্লপের দল ম্যাচটি ড্র করেছে গোলশূন্যভাবে।  

সেন্ট জেমস পার্কে দ্বিতীয়ার্ধে দু’টি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করেন মোহামেদ সালাহ। এরপর ৮০তম মিনিটে সুযোগ বঞ্চিত হন সাদিও মানে। সেনেগালিজ ফরোয়ার্ডকে গোললাইনে রুখে দেন নিউক্যাসলের ফাবিয়ান স্কার।

সুযোগ পেয়েছিলেন আরেক ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোও। তবে ব্রাজিলিয়ান তারকাকে জাল খুঁজতে দেননি নিউক্যাসল গোলররক্ষক কার্ল ডার্লো। ৮৮তম মিনিটে ফিরমিনোর দুর্দান্ত হেডে বাধা হয়ে দাঁড়ান তিনি।  

এই ড্রয়ে লিভারপুল বছর শেষ করলো শীর্ষে থেকে। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৩। এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড।  

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।