ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

বড়দিনের পার্টিতে ৫০০ অতিথি ডেকে বিপাকে নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
বড়দিনের পার্টিতে ৫০০ অতিথি ডেকে বিপাকে নেইমার নেইমার বরাবরই পার্টিপ্রিয়/ছবি: সংগৃহীত

বড়দিনের ছুটিতে নিজ বাড়িতে পার্টি আয়োজন করে ব্রাজিলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন নেইমার জুনিয়র।

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অবস্থিত নিজের বিশাল ম্যানশনে গত শুক্রবার থেকে এক পার্টি আয়োজন করেছেন পিএসজি ফরোয়ার্ড নেইমার।

সেই পার্টিতে উপস্থিত হওয়ার কথা মোট ৫০০ জন অতিথির।  

করোনা মহামারিতে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে অন্যতম ব্রাজিল। করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে প্রায় এক লাখ ৯০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশের যখন এই অবস্থা, তখন নেইমারের পার্টি আয়োজন তো সমালোচনার মুখে পড়বেই।

নেইমারের পার্টিতে অতিথিদের মনোরঞ্জনের জন্য থাকবে ব্যান্ড সঙ্গীতের আয়োজন। অতিথিরা দীর্ঘ সময় পার্টি করার জন্য নেইমারের বাড়ির আন্ডারগ্রাউন্ড ডিস্কোতে অবস্থান করবেন। এই ডিস্কোর তুমুল হইচই যেন প্রতিবেশীদের বিরক্ত না করে সেজন্য থাকবে শব্দ নিরোধকের ব্যবস্থাও।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে কেউ যেন ভিডিও ধারণ করতে না পারেন সেজন্য পার্টিতে মোবাইল ফোন নিষিদ্ধ করে দিয়েছেন নেইমার। পুরো আয়োজনের বিস্তারিত স্থানীয় সংবাদমাধ্যম 'ও গ্লোবো'তে প্রকাশিত হওয়ার পর থেকেই নেইমারের তীব্র সমালোচনা চলছে ব্রাজিলে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।