ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মাগুরায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
মাগুরায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

মাগুরা: মাগুরায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২১ এর আওতায় শালিখা উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শালিখা আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল কক্ষে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম বাতেন।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম ও আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক এ কে এম খায়রুল আলম।

মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণে প্রশিক্ষণ দেন জেলা ক্রীড়া সংস্থার কোচ ও ডিএফএ’র সাধারণ সম্পাদক ইউনুস আলী।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।