ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফিফার বর্ষসেরায় মেসি-রোনালদো-লেভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
ফিফার বর্ষসেরায় মেসি-রোনালদো-লেভা ফিফার বর্ষসেরা তালিকায় রোনালদো, লেভা, মেসি/ছবি: সংগৃহীত

২০২০ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন সবশেষ বর্ষসেরা পুরস্কারজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি, জুভেন্টাস উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো এবং বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি।

পুরুষ বর্ষসেরা ফুটবলার নির্বাচনে শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এই তিনজনের নাম প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।

তবে গত মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও সেরা তিনে জায়গা পাননি নেইমার জুনিয়র।

প্রসঙ্গত, আগামী ১৭ ডিসেম্বর ফিফার ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ঘোষণা হবে এবারের বর্ষসেরা খেলোয়াড়ের নাম। এর আগে, গত ২৫ নভেম্বর ১১ জনের তালিকা প্রকাশ করে ফিফা।

বিশেষজ্ঞ প্যানেলের রায়ে তৈরি ওই তালিকায় মেসি, রোনালদো এবং লেভানডভস্কি ছাড়াও ছিলেন কেভিন দে ব্রুইনে, সাদিও মানে, কিলিয়ান এমবাপ্পে, নেইমার, সার্জিও রামোস, মোহামেদ সালাহ, থিয়াগো আলকানতারা এবং ভার্জিল ফন ডাইক।

মনোনীতদের তালিকা

বর্ষসেরা ফুটবলার (পুরুষ)
- রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন/পোল্যান্ড)
- লিওনেল মেসি (বার্সেলোনা/ আর্জেন্টিনা)
- ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস/পর্তুগাল)

বর্ষসেরা গোলরক্ষক (পুরুষ)
- আলিসন বেকার (লিভারপুল/ ব্রাজিল)
- মানুয়েল নয়্যার (বায়ার্ন/ জার্মানি)
- ইয়ান অবলাক (অ্যাতলেটিকো/ স্লোভেনিয়া)

বর্ষসেরা কোচ (পুরুষ)
- হান্সি ফ্লিক (বায়ার্ন/জার্মানি)
- ইয়ুর্গেন ক্লপ (লিভারপুল/জার্মানি)
- মার্সেলো বিয়েলসা (লিডস/আর্জেন্টিনা)

বর্ষসেরা খেলোয়াড় (নারী)
- লুসি ব্রোঞ্জ (লিওঁ/ ম্যান সিটি/ ইংল্যান্ড)
- পেরনিল হার্ডার (ভলফসবুর্গ/ চেলসি/ ডেনমার্ক)
- ওয়েনডি রেনার্ড (লিওঁ/ ফ্রান্স)

বর্ষসেরা গোলকিপার (নারী)
- সারা বুহাদ্দি (লিওঁ/ ফ্রান্স)
- ক্রিস্টিয়ান এন্ডলার (পিএসজি/ চিলি)
- অ্যালিসা নেহের (শিকাগো/ যুক্তরাষ্ট্র)

বর্ষসেরা কোচ (নারী)
- এমা হায়েস (চেলসি/ ইংল্যান্ড)
- জাঁ-লুক ভাসো (লিওঁ/ ফ্রান্স)
- সারিয়া ভাইগমান (হল্যান্ড জাতীয় দল)

পুসকাস (বর্ষসেরা গোল)
জর্জিয়ান দে আরাসকেতা (ফ্ল্যামেঙ্গো/উরুগুয়ে)
সন হিউং মিন (টটেনহাম/দক্ষিণ কোরিয়া)
লুইস সুয়ারেজ (বার্সেলোনা/অ্যাতলেটিকো/উরুগুয়ে)

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।