ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আবারও শাখতারের বিপক্ষে হারলো রিয়াল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
আবারও শাখতারের বিপক্ষে হারলো রিয়াল শাখতারের গোল উদযাপন

প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও শাখতার দোনেৎস্কের বাধা পেরোতে পারলো না রিয়াল মাদ্রিদ। এই হারে রেকর্ড ১৩ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের এখন শেষ ষোলোতে যাওয়াটাও ঝুঁকির মধ্যে পড়ে গেছে।

 

এর আগে শাখতারের বিপক্ষে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-২ ব্যবধানে হেরেছিল রিয়াল। এবার ইউক্রেনে গিয়ে ২-০ গোলে হেরেছে জিনেদিন জিদানের দল।  

তবে এই হারেও পদত্যাগ করবেন না জানিয়েছেন জিজু। রিয়ালের ফরাসি কোচ বলেন, ‘আমি পদত্যাগ করছি না। একদমই না। ’ 

তিনি আরও বলেন, ‘আমাদের সবসময় কঠিন মুহূর্ত চলছে, এবং আমরা খুব খারাপ অবস্থায় আছি। তবে এগিয়ে যেতে হবে। ’

লা লিগায় আলাভেসের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ক্ষত নিয়ে শাখতারের মুখোমুখি হয় লস ব্লাঙ্কোসরা। কিন্তু ইউক্রেনের ক্লাবটির বিপক্ষে কোনো সুবিধা করতে পারেনি স্প্যানিশ চ্যাম্পিয়নরা। নিয়মিত অধিনায়ক সার্জিও রামোসকে ছাড়া এবং চোট জর্জর রিয়াল প্রথমার্ধ পর্যন্ত নিজেদের গোলপোস্ট অক্ষত রাখতে পারলেও বিরতির পর ৫৭ ও ৮২তম মিনিটে দুই গোল হজম করে বসে।  

অন্যদিকে জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখকে তাদেরই মাঠে রোমেলু লুকাকুর জোড়া গোলে ৩-২ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে ইন্টার মিলান।  

হারলেও ‘বি’ গ্রুপে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মনশেনগ্লাডবাখ। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে শাখতার। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তিনে রিয়াল। ৫ পয়েন্ট নিয়ে সবার শেষে ইন্টার।  

দ্বিতীয় রাউন্ডে যেতে হলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটা চার দলের জন্য ‘অলিখিত ফাইনাল’ মাথায় রেখে মাঠে নামতে হবে। কারণ পা হড়কালেই বিদায় নিশ্চিত যে কোনো দলের।  

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।