ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কিয়েভের বিপক্ষে কোম্যানের স্কোয়াডে নেই মেসি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
কিয়েভের বিপক্ষে কোম্যানের স্কোয়াডে নেই মেসি লিওনেল মেসি

ডায়নামো কিয়েভের বিপক্ষে ম্যাচে দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে স্কোয়াডে রাখেননি বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। জেরার্ড পিকের সঙ্গে সাইডবেঞ্চে থাকবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ইউক্রেনের ক্লাব কিয়েভের মুখোমুখি হবে কাতালান জায়ান্টরা। তার জন্য কোম্যান তার ১৯ সদস্যের স্কোয়াডের বাইরে রেখেছেন রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে।  

‘জি’ গ্রুপে এখন পর্যন্ত শতভাগ জয় পেয়েছে বার্সা। যার কারণে কিয়েভের বিপক্ষে মেসিকে বিশ্রামে রেখেছেন কোম্যান। এছাড়া স্কোয়াডে নেই জেরার্ড পিকেও। লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের ম্যাচে চোট পান স্প্যানিশ ডিফেন্ডার।  

মেসি-পিকেকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে কোচ কোম্যান সাংবাদিকদের বলেন, ‘চ্যাম্পিয়নস লিগে ভাল পারফর্ম্যান্সের পর তাদের কয়েকদিন বিশ্রাম প্রয়োজন। তাদের বিশ্রামের জন্য এটাই ভাল সময়। ’ 

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।