ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোর জোড়া গোলে জয়ে ফিরল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
রোনালদোর জোড়া গোলে জয়ে ফিরল জুভেন্টাস সতীর্থদের সঙ্গে রোনালদোর গোল উদযাপন

লাৎসিও’র মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে থেকেও ড্র নিয়ে মাঠতে হয়েছিল জুভেন্টাসকে। আগের সেই ম্যাচের স্মৃতি ভুলে এবার ক্যালিয়ারির বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে তুরিনের বুড়িরা।

 

এবারও জুভদের জয়ের নায়ক রোনালদো। সিআর সেভেনের জোড়া গোলে ঘরের মাঠ তুরিনে ২-০ ব্যবধানে জিতেছে আন্দ্রে পিরলোর দল।  

জুভরা ম্যাচটিতে মাঠে নেমেছিল নারীদের ওপর ঘরোয়া সহিংসতা বন্ধের সচেতনতামূলক বার্তা দিতে। তার জন্য রোনালদোদের গালে ছিল লাল রঙের দাগ। বার্তাটা তারা অবশ্য দিয়েছে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে।  

প্রথমার্ধেই ৪ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে জুভদের এগিয়ে দেন পর্তুগিজ উইঙ্গার। ৩৮তম মিনিটে আলভারো মোরাতার পাস থেকে প্রথম গোলটি করেন রোনালদো। ৩৫ বছর বয়সী দ্বিতীয় গোলটি করেন ৪২তম মিনিটে, মেরিহ ডেমিরালের পাস থেকে।  

এই জয়ে সিরি’আ লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ওঠে এসেছে গত আসরের চ্যাম্পিয়নরা। ৮ ম্যাচে জুভদের পয়েন্ট ১৬। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে এসি মিলান।  

বাংলাদেশ সময়: ০৪৪২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।