ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আবারও হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
আবারও হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ ম্যাচ রেফরির সঙ্গে কথা বলছেন মদরিচ ও ক্রুস

ভ্যালেন্সিয়ার বিপক্ষে বিধ্বস্ত হওয়ার ক্ষতটা তরতাজা থাকতেই আবারও হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার গত আসরের চ্যাম্পিয়নরা শুরুতে এগিয়ে গিয়েও ভিয়ারিয়ালের মাঠে ড্র করেছে ১-১ গোলে।

 

নিয়মিত অধিনায়ক সার্জিও রামোসকে ছাড়া খেলতে নেমে ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় রিয়াল। দানি কারভাহালের পাস থেকে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন মারিয়ানো। সেই ব্যবধান ধরে রেখে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ভিয়ারিয়াল।  

৭৫তম মিনিটে পেনাল্টি পায় উনাই এমেরির দল। এর পরের মিনিটে জেরার্ড মোরেনোর স্পট-কিক থেকে গোল শোধ করে তারা।  

এই ড্রয়ে লা লিগার চলতি মৌসুমের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ওঠে এসেছে ভিয়ারিয়াল। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। তাদের চেয়ে এক ম্যাচে কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে চারে আছে রিয়াল।  

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।