ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

খুলনায় ডিসেম্বরের শেষে ফুটবলের বড় আসর!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ২, ২০২০
খুলনায় ডিসেম্বরের শেষে ফুটবলের বড় আসর!

খুলনা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্রীড়া ক্ষেত্রের নানা আয়োজন ব্যহত হয়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে।

খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন মুজিববর্ষ উপলক্ষে বড় ধরনের আন্তর্জাতিক মানের ফুটবল প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছিলো খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন।

কিন্তু সে আয়োজনও করোনা ভাইরাসের কারণে আয়োজন করা সম্ভব হয়নি। তবে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে ক্রীড়াঙ্গন। তাই খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এ আয়োজন নিয়ে নতুন করে পরিকল্পনা করছে।

আগামী মাসেই অর্থাৎ ডিসেম্বর মাসে শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্ট নামে এ আয়োজন হবে বলে ঘোষণা দিয়েছেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম।  সোমবার বিকেলে শাহজাহান পারভেজ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

পরে আলাপচারিতায় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও নব নির্বাচিত বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য সাইফুল জানান, এরই মধ্যে আমরা বেশ কিছু পরিকল্পনা করে ফেলেছি। খুলনা জেলা স্টেডিয়ামও এখন খেলার জন্য দারুণ উপযোগী। খুলনার মাঠে এ প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমারা এ অ লের হারানো ফুটবল আবারও ফিরিয়ে আনার চেষ্টা করবো।

তিনি জানান, খুলনা বিভাগের ১০ জেলাকে আমরা আমরা আমন্ত্রণ জানাবো। এছাড়া ঢাকার দু’টি ক্লাব দলও এই প্রতিযোগিতায় খেলবে। এরই মধ্যে দলগুলোর সাথে আমাদের প্রাথমিক আলোচনা হয়ে গেছে। এই টুর্নামেন্টকে আকর্ষনীয় করতে বিদেশী খেলোয়াড় উম্মুক্ত রাখা হবে বলেও জানান তিনি।

এছাড়াও তৃণমূল পর্যায়ে ফুটবলের একাধিক আয়োজনেরও পরিকল্পনা রয়েছে বলে জানান এই ক্রীড়া সংগঠক।

নগরীর ওজোপাডিকো স্কুল (বিদ্যুৎ স্কুল) মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৩২ দলীয় এ প্রতিযোগিতা মাঠে গড়ায়।

প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে স্টার বয়েজ ক্লাব। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তারা ১-০ গোলে কৃষ্ণচূড়া একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন দলের ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজীব।

খুলনা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ মোতালেব মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, ১৯নং ওয়ার্ড আওযামী লিগের সভাপতি জাহিদুল হক, ওজোপাডিকো স্কুলের প্রধান শিক্ষক অন্যদা শঙ্কর মল্লিক, দৈনিক সময়ের খবর পত্রিকার ক্রীড়া প্রতিবেদক আব্দুল্লাহ আল মামুন রুবেল, ক্রীড়া সংগঠক মোঃ আয়নাল শেখ। টুর্নামেন্ট আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন ফরিদ, মাসুম, আরিফ, আমির, আসিফুল, মুন্না, আজিজুল, রবি, বক্কার, কামরুল, সবুজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ০২ , ২০২০
এমআরএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।