ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

ফুটবল

১৪ বছর পর ফিরেই রিয়ালকে হারের স্বাদ দিল কাদিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
১৪ বছর পর ফিরেই রিয়ালকে হারের স্বাদ দিল কাদিস

লা লিগার নবাগত দল কাদিসের বিপক্ষে বাজে ফুটবল খেলে হেরে গেল রিয়াল মাদ্রিদ। লোসানোর একমাত্র গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ২৯ বছর পর হারিয়েছে দলটি।

শনিবার ঘরের মাঠ আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ১-০ গোলে হেরে যায় রিয়াল। এরফলে জিনেদিন জিদানের শিষ্যরা মৌসুমের প্রথম ও ১৭ মাস পর ঘরের মাঠে হারের স্বাদ পেল।

১৪ বছর পর স্পেনের শীর্ষ লিগে ফিরেই আক্রমণে রিয়ালকে কোনঠাসা করে রাখে কাদিস। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। তবে শেষ মুহূর্তে সার্জিও রামোস ক্লিয়ার করেন।

তবে ১৬তম মিনিটে আর পেরে ওঠেনি রিয়াল। সতীর্থের হেডে বাড়ানো বল প্রথম ছোঁয়ায় হাঁটু দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ বুদ্ধিদীপ্ত এক টোকায় ঠিকানা খুঁজে নেন লোসানো। বল কোর্তোয়ার বাহু ছুঁয়ে জালে জড়ায়।

৩৯ মিনিটে অবশ্য কর্নারে রাফায়েল ভারানের হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হলে সমতায় ফেরা হয়নি স্বাগতিকদের।

বিরতির পর বেশ কয়েক দফা আক্রমণ চালালেও সমতায় ফেরা হয়নি রিয়ালের। ফলে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে জিদান শিষ্যরা।

এ ম্যাচ হেরেও ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই আছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলা কাদিসের পয়েন্ট সমান ১০।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।